অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধের প্রক্রিয়া

প্রকাশিতঃ মে ১১, ২০২৪ | ৬:২২ অপরাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

আসসালামু আলাইকুম। আশা করি মহান সৃষ্টিকর্তা রহমতে সবাই ভাল আছেন। দীর্ঘদিন ধরে অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে, কিভাবে অনলাইন পত্রিকার নিবন্ধন করতে হয় এবং নিবন্ধনের জন্য কি কি প্রয়োজন? আমি সেই সকল ভাইদের জন্য আজকের এই কনটেন্ট টা উপস্থাপন করছি। আমি আমার দুইটা অনলাইন পোর্টালের জন্য আবেদন করেছি যেভাবে, আমি হুবহু অনলাইন আবেদনের প্রক্রিয়া নিচে তুলে ধরছি। যদি কোন ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রথমে আপনার প্রয়োজন হবে অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন ফরম এই ফর্মটি আপনি তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন অথবা আমার কনটেন্ট এর ভিতরে নিবন্ধন ফরম পেতে নিবন্ধন ফরম ডাউনলোড করুন এই অপশনে ক্লিক করে ফর্ম ডাউনলোড করতে পারবেন। সেই সাথে আমি একটা নমুনা ফরম অর্থাৎ আমার বর্ণমালা টেলিভিশনের জন্য যে ফর্মটি পূরণ করে জমা দিয়েছিলাম সেই ফর্মের একটি কপি আপলোড করেছি। আপনি সেটি ডাউনলোড করে দেখে নিতে পারেন। এরপর আপনার দরকার হবে ৩০০ টাকা মূল্যের স্ট্যাম্পে অঙ্গীকনামা। অঙ্গীকারনামার নমুনা কপি ডাউনলোড করতে, অঙ্গীকারনামার নমুনা কপি করুন এখান থেকে আপনি অঙ্গীকারনামা ডাউনলোড করতে পারবেন এবং এই অঙ্গীকারনামাটি হুবহু ৩০০ টাকার স্ট্যাম্পে প্রিন্ট করতে হবে। আপনি আমার এই কনটেন্ট থেকে অনলাইন নিবন্ধন ফরম এর নমুনা কপি এবং অঙ্গীকারনামার নমুনা কপি ভালো করে পড়ুন তাহলে আপনি স্পষ্ট বুঝতে পারবেন। অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধন এর জন্য আপনার যা যা প্রয়োজন হবে - আপনার পত্রিকার নাম পত্রিকায় ইউআরএল/ডোমেন নাম পত্রিকার ইমেইল এড্রেস সম্পাদক/প্রকাশক এর ইমেইল এড্রেস পত্রিকার গোলসীল প্রকাশক/সম্পাদকের নাম পদবিসহ সিল (যিনি আবেদন করবেন তার সীল) অঙ্গীকারনামা আবেদন ফরম জাতীয় পরিচয় পত্র টিন সার্টিফিকেট (পত্রিকার নামে) অভিজ্ঞতা সনদ ব্যাংক নাম ও অ্যাকাউন্ট নাম্বার (পত্রিকার নামে) ট্রেড লাইসেন্স (পত্রিকার নামে) অফিসের ঠিকানা(পত্রিকার নামে) পত্রিকার মোবাইল নাম্বার আবেদনকারীর মোবাইল নাম্বার আবেদন প্রকাশক অথবা সম্পাদক যে কেউ একজন আবেদন করতে পারবেন। আবেদন ফরম ডাউনলোড করুন আবেদন ফরমের নমুনা কপি ডাউনলোড করুন অঙ্গীকারনামার নমুনা কপি ডাউনলোড করুন আপনাদের যদি কারোর অনলাইন নিউজ পোর্টাল বা অনলাইন টেলিভিশন তৈরি করার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ২০১৬ সাল থেকে ওয়েবসাইট ডেভেলপমেন্ট হোস্টিং সেল করে থাকি। আমাদের ক্লাইন্ট দিয়ে রয়েছে ভালবাসার রিভিউ। বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট। https://it.donet.com.bd/ ধন্যবাদ, সবাইকে সাথে থাকার জন্য আমি চেষ্টা করেছি অনলাইন নিবন্ধন করার প্রক্রিয়াটি দেখানোর। যদি কারোর উপকার হয়ে থাকে তাহলে আমার কন্টেন লেখাটি সার্থক। প্রকৌশলী মোঃ রাছেল রানা সিইও ডোনেট আইটি