হকার উচ্ছেদের প্রতিবাদে লালবাগ পুলিশের উপকমিশনারের কার্যালয় ঘেরাও

প্রকাশিতঃ মে ১৫, ২০২৪ | ৫:১৮ অপরাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখল করে বসানো দোকানপাট উচ্ছেদ করায় ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) কার্যালয় ঘেরাও করেছেন হকাররা। বুধবার দুপুর থেকে তারা কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। পুলিশের সংশ্লিষ্টরা বলেছেন, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে রাস্তা ও ফুটপাত থেকে হকার উচ্ছেদ করা হয়। উচ্ছেদের বিরোধিতা করে হকাররা আজ বেলা ১২টা থেকে উপকমিশনারের কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করেন। প্রায় তিন শতাধিক লোক ব্যানার-ফেস্টুন নিয়ে বিক্ষোভে অংশ নেয়। পুলিশের লালবাগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. বদরুল হাসান জানান, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সড়ক ও ফুটপাত মুক্ত রাখতে হকার উচ্ছেদ করা হয়। তবে তাদের আন্দোলনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।