মাগুরায় ৪ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন (গাভী পালন) নিবিড় প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান

প্রকাশিতঃ মে ১৫, ২০২৪ | ৮:০৯ অপরাহ্ন
মোঃ সাহিদুল ইসলাম নয়ন সদর উপজেলা প্রতিনিধি মাগুরা সদর মাগুরা

মাগুরায় সমবায় অধিদপ্তর ঢাকা কর্তৃক বাস্তবায়নাধীন দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প এর আওতায় দক্ষতা উন্নয়ন (গাভী পালন) নিবিড় প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়। বুধবার ১৫ মে সকাল ৯ টার সময় হতে দিনব্যাপী উপজেলা পরিষদ মিনি হলরুমে মাগুরা সদর উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে প্রশিক্ষণ কোর্সের সমাপনী হয়। অংশগ্রহণকারী, প্রকল্পের আওতায় গঠিত গড়াই দুগ্ধ সমবায় সমিতির লিমিটেড এর সদস্যবৃন্দ (নির্বাচিত সুবিধাভোগী) অংশগ্রহণকারীর সংখ্যা ২ ব্যাচে ৫০ জন। দক্ষতা উন্নয়ন (গাভী পালন) নিবিড় প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা সমবায় অফিসার মোঃ ফরিদুল ইসলাম, ব্র্যাক আর্টিফিসাল ইনসেমিনেশন এন্টারপ্রাইজ খুলনা রিজিওন রিজিওনাল সেলস ম্যানেজার (আর এস এম) ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ মোঃ আবুল হোসেন খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম প্রকল্প সমবায় ঢাকা প্রকল্প পরিচালক (যুগ্মনিবন্ধক) তোফায়েল আহম্মদ। সার্বিক পরিচালনায় দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প সমবায় অধিদপ্তর ঢাকা স্থানীয় সমন্বয়কারী ও মাগুরা সদর উপজেলা সমবায় অফিসার বিরাজ মোহন কুন্ডু। প্রধান অতিথি প্রকল্প পরিচালক তোফায়েল আহম্মদ বলেন, গড়াই দুগ্ধ সমবায় সমিতির নির্বাচিত সুবিধাভোগীদের অনলাইন মার্কেটিং সৃষ্টি করতে হবে, নিরাপদ কৃষি সমিতির টাকায় বড় একটা জমি লিজ নিয়ে জৈব সার প্রয়োগ করে চাষাবাদ করা, গরু মোটাতাজাকরণের জন্য ঘাসের চাষাবাদ করা, বায়োগ্যাস প্লান্ট, ভার্মি কম্পোস্ট সার তৈরি করা ও প্রাকৃতিক ভেষজ গুণ সম্পন্ন ঔষধ দিয়ে গবাদিপশুর চিকিৎসার ব্যবস্থা করা