যেদিন আমি থাকবো না

প্রকাশিতঃ মে ১৯, ২০২৪ | ৭:০০ পূর্বাহ্ন
সুমন মোস্তাফিজ

যেদিন আমি থাকবো না সুন্দর এই ভবে, দুঃখ-সুখের স্মৃতি গুলো শুধুই পড়ে রবে। যখন তোমায় পড়বে মনে আসবো আবার ফিরে, বৃষ্টি হয়ে পড়বো সেদিন গড়াই নদীর তীরে। আমায় যদি পড়ে মনে চেও আকাশ পানে, তোমার জন্য আসবো আমি বৃষ্টি নামের যানে। জানলা দিয়ে বাড়িয়ে দিও তোমার কোমল হাত, বৃষ্টি হয়েই খুজবো তোমায় ছোঁয়ার অজুহাত।