ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান এবং অন্যান্য কর্মকর্তাদের মৃত্যুর বিষয়টি তেহরান নিশ্চিত করার পর সোমবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশে বেড়েছে তেলের দাম। আনাদোলুর খবরে বলা হয়, আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড স্থানীয় সময় সকাল ১০টা ৪৪ মিনিটে ব্যারেল প্রতি ৮৪.২৪ ডলারে লেনদেন করেছে যা আগের ট্রেডিং সেশনে ব্যারেল প্রতি ৮৩.৯৮ ডলার ছিল। সেই হিসেবে ব্যারেল প্রতি ০.৩১% মূল্য বৃদ্ধি পেয়েছে। এছাড়া আমেরিকান বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) একই সময়ে ব্যারেল প্রতি ৭৯.৮১ ডলারে লেনদেন করেছে যা আগের সেশনে ছিল ৭৯.৫৮ ডলার। এক্ষেত্রে যা আগের দামের চেয়ে বৃদ্ধি পেয়েছে ০.২৯% বেশি। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ান, পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমাতিসহ অন্যান্যদের মৃত্যুতে তেল উৎপাদন ব্যাহত বা দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হতে পারে। ধারণা করা হচ্ছে, এসব শঙ্কা থেকেই বেড়েছে তেলের দাম। ওপেকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ইরানে দৈনিক ৩ মিলিয়ন ব্যারেল তেল উৎপাদিত হয়।