বাজারে সংকট নাই, কিছু পণ্যের দাম বাড়ছে মনিটরিং করা নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিতঃ মে ২০, ২০২৪ | ৬:৩৩ অপরাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

বাজারে ক্রাইসিস না থাকার পরও বেশকিছু পণ্যের দাম বাড়ছে। সেটা কি কারণে হচ্ছে। এসব নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করার কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুকে এ নির্দেশনা দিয়েছেন তিনি। বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী বাজার মনিটরিং জোরদার করার নির্দেশনা দিয়েছেন। ক্রাইসিস না থাকার পরও বেশকিছু পণ্যের দাম বাড়ছে। সেটা কেন হচ্ছে, তা দেখতে বাণিজ্য প্রতিমন্ত্রীকে কঠোর নির্দেশনা দিয়েছেন।