দুই-একশ টাকার লোভে পড়ে কেন্দ্রে কেন্দ্রে ভোট চাচ্ছে শিশুরা। মঙ্গলবার সকাল ১০টার দিকে সদর উপজেলা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে এ দৃশ্য চোখে পড়ে। দ্বিতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থী সবুজ (ছদ্ম নাম) বলে, এক আঙ্কেল আমাদের দুশ টাকা হাতে দিয়ে বলে তোমরাও ভোট চাও। তার মুখের কথা কেড়ে নিয়ে আরেক শিশু বলে, আমরা খুব গরিব। এ টাকা দিয়ে স্কুলব্যাগ কিনব। সবুজের মতোই আরেক দল শিশু জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ভোট চাচ্ছিল। এ শিশুদের দলনেতা তানজিম জানায়, ভোর থেকে সারা শহরে হেঁটে হেঁটে অলিগলিতে প্রতীক ছড়িয়ে দিচ্ছে তারা। এ কাজে ৬০০ টাকা চুক্তি হয়। ভোট প্রচারণার কাজে শিশুদের ব্যবহার করা যাবে কিনা এ প্রসঙ্গে জানতে চাইলে জেলা নির্বাচন কর্মকর্তা মনঞ্জুরুল হাসান বলেন, নির্বাচনের কাজে শিশুদের ব্যবহার করা যাবে না। গতকাল রাত ১২টা থেকে নির্বাচনি প্রচারণা আইনত নিষিদ্ধ। এরপরও প্রচারণায় থাকলে ব্যবস্থা নেওয়া হবে। আজ সদর উপজেলার ১৮৫টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। আওয়ামী লীগের চারজন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান অরুণাংশু দত্ত (আনারস), সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার (মোটরসাইকেল), সহসভাপতি রওশনুল হক (ঘোড়া) ও আওয়ামী লীগের নেতা কামরুল হাসান (কাপ-পিরিচ)।