মুন্সীগঞ্জে  পুলিশ- ম্যাজিস্ট্রেসি কনফারেন্স।

প্রকাশিতঃ মে ২৫, ২০২৪ | ৮:৪৮ অপরাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

মুন্সীগঞ্জে আইনশৃঙ্খলা বজায় রাখা ও ফৌজদারি মামলা দ্রুত নিস্পত্তির লক্ষ্যে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স হয়েছে।শনিবার (২৫ মে) সকাল ১০টা হতে দুপুর পর্যন্ত মুন্সীগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সম্মেলন কক্ষে এ পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স করা হয়। অনুষ্ঠানের শুরুতে জেলার বিভিন্ন কর্মকাণ্ডের উপর প্রজেক্টরের মাধ্যমে প্রামাণ্য চিত্র ধারণ করা হয়। মুন্সীগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া রহমানের সভাপতিত্বে ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোসাম্মৎ রহিমা আক্তার, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরানের সঞ্চালনায় এসময় উপস্থিত থেকে আলোচনা করেন, অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাসুদুল আলম, মুন্সীগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ বদিউজ্জামান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইউসুফ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাস, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাজমীন আক্তার, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম। অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) তোফায়েল হোসেন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোস্তাফিজুর রহমান রিফাত, পিবিআই পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ারুল হক, নৌ-পুলিশের প্রধান মিনা মাহমুদা, জেল সুপার বজলুর রশিদ। আরো উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ সিভিল সার্জনের প্রতিনিধি ডা: শৈবাল বসাক, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হাসান মৃধা, স্পেশাল পিপি অ্যাডভোকেট লাভলু মোল্লা, কোর্ট পুলিশ পরিদর্শক জামাল উদ্দিন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম, টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব খান, গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোয়েব আলী, লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন, শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর, সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলাম সহ জেলার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে মো. জামাল উদ্দিন বলেন, জেলার আইনশৃঙ্খলা বজায় রাখাসহ ফৌজদারি মামলা দ্রুত নিস্পত্তির লক্ষ্যে পুলিশ ও বিচারকদের সাথে আলোচনা করা হয়