রাফায় ইসরায়েলের বিমান হামলায় নিহত ৩৫

প্রকাশিতঃ মে ২৭, ২০২৪ | ৫:৩৫ অপরাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

গাজার দক্ষিণাঞ্চীয় শহর রাফায় ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অনেকে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদরা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতদের অধিকাংশ নারী ও শিশু। খবর রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম রাফার তেল আল-সুলতান এলাকায় রোববার রাতে হামলাটি চালানো হয়। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বিমান বাহিনী রাফায় হামাসের একটি কম্পাউন্ডে আঘাত হেনেছে। হামাসের চিফ অফ স্টাফ ও ইসরায়েলে প্রাণঘাতী হামলার পেছনে থাকা আরেকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে হত্যার জন্য হামলাটি চালানো হয়। রেড ক্রস জানিয়েছে, রাফায় তাদের ফিল্ড হাসপাতালে অনবরত আহতদের নিয়ে আসা হচ্ছে, অন্য হাসপাতালগুলোও বহু আহতকে ভর্তি করেছে। এদিকে হামাসের জ্যেষ্ঠ নেতা সামি আবু জুহরি রাফার হামলাকে ‘নির্বিচার হত্যাকাণ্ড’ বলে বর্ণনা করেছেন।