রাশিয়ার ছোড়া সাতটি ক্ষেপণাস্ত্র এবং ৩২টি ড্রোন ধ্বংস করেছে ইউক্রেন। বৃহস্পতিবার রাতে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো ধ্বংস করেছে। ইউক্রেনীয় বিমানবাহিনীর কমান্ডারের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছেন। টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বিমানবাহিনীর ওই কর্মকর্তা বলেছেন, রাশিয়া মোট ৫১টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে। রুশ বাহিনী সেগুলো ‘ইউক্রেনের সামরিক স্থাপনা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো’ লক্ষ্য করে নিক্ষেপ করেছে বলে জানিয়েছেন কমান্ডার। তবে এ বিষয়ে আরও বিস্তারিত কিছু জানাননি তিনি। একটি পৃথক বিবৃতিতে পূর্ব ইউক্রেনের খারকিভের মেয়র ইহোর তেরেখভ বলেছেন, গত রাতে শহরের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে গোলাবর্ষণ করা হয়েছে। এতে চারজন আহত হয়েছেন। অন্যান্য বেসামরিক এবং সামরিক কর্তৃপক্ষ হামলায় সৃষ্ট হতাহতের এবং ধ্বংসের খবর জানায়নি।