গাজায় ইসরাইলের হামলা নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন বিশ্বনেতারা। সংঘর্ষ শুরুর পর থেকেই একের পর এক দেশ থেকে এসেছে পক্ষে বিপক্ষে বিবৃতি। এবার সহিংসতা বন্ধে আহ্বান জানিয়েছেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী পাকিস্তানের অধিকারকর্মী মালালা ইউসুফজাই। মঙ্গলবার সামাজিকমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় অনতিবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন তিনি। বিষয়টি নিয়ে নোবেল বিজয়ী মালালা বলেন, যুদ্ধের সময় শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। মালালা বলেন, আমি গত কয়েকদিন ধরে ঘটে যাওয়া সংঘাতে ফিলিস্তিনি এবং ইসরাইলি শিশুদের কথা মনে করি। যেকোনো সংঘাতের সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় বৃদ্ধ ও শিশুরা। তিনি আরও বলেন, যুদ্ধ কখনই শিশুদের রেহাই দেয় না। যারা ইসরাইলে নিজের বাড়ি থেকে অপহৃত হয়েছেন, যারা বিমান হামলা থেকে বাঁচতে লুকিয়ে আছেন এবং গাজায় খাবার ও পানি ছাড়া এখন যারা কঠিন সময় পার করছেন। পবিত্র ভূমিতে শান্তি ও ন্যায়বিচারের জন্য আকাঙ্ক্ষিত সমস্ত শিশু এবং মানুষের জন্য আজ আমি শোকাহত।