ভূমিকম্পে মৃত্যু ৪৫ হাজার ছাড়াল

প্রকাশিতঃ ফেব্রুয়ারী ১৮, ২০২৩ | ৫:২৭ অপরাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

তুরস্ক-সিরিয়া সীমান্তবর্তী অঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়েছে। শুধু তুরস্কেই এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ হাজার ৬৭২। অন্যদিকে সিরিয়ায় নিহত হয়েছেন পাঁচ হাজার আটশ জন। খবর আল-জাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সয়লু জানিয়েছেন, ভয়াবহ ভূমিকম্পে তুরস্কের ৩৯ হাজার ৬৭২ জনের মৃত্যু হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, ভূমিকম্পে সিরিয়ায় পাঁচ হাজার আটশ জন মারা গেছেন। ভূমিকম্পের পর থেকে প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা। এখনও উদ্ধারকাজ চলছে। এদিকে ভূমিকম্পের ১২তম দিনে ধ্বংসস্তূপ থেকে ৪৫ বছর বয়সী এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। গত ৬ ফেব্রুয়ারি ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্র ছিল সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের গাজিয়ান্তেপ শহরের কাছে। পরে আরও কয়েক দফায় ভূমিকম্প অনুভূত হয়।