পুতিনকে হিটলারের সঙ্গে তুলনা করে যা বললেন জেলেনস্কি

প্রকাশিতঃ জুন ১৬, ২০২৪ | ৯:০৮ পূর্বাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

শনিবার (১৫ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম স্কাই নিউজ। শুক্রবার ইউক্রেন যুদ্ধ শেষ করতে হঠাৎ করেই নতুন দাবির কথা জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনকে সৈন্য প্রত্যাহার, ন্যাটোতে যুক্ত হওয়ার আকাঙ্ক্ষা ত্যাগসহ ৩টি শর্ত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রদূতদের সামনে পুতিন বলেন, আমাদের অবস্থান পরিষ্কার। যে মুহূর্তে কিয়েভ (চার প্রদেশ থেকে) সেনা প্রত্যাহার এবং ন্যাটোতে যোগদানের জন্য আর চেষ্টা করবে না বলে ঘোষণা দেবে, ঠিক তখন থেকে আমরা কিয়েভের সঙ্গে শান্তি আলোচনা এবং ইউক্রেনে যুদ্ধবিরতির প্রস্তুতি নেয়া শুরু করব। এর জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্কাই ইতালিয়াকে বলেন, পুতিন বারবার বলেন যে, তিনি আমাদের কিছু অঞ্চল নিয়ে নেবেন। যদিও এর মধ্যে কিছু অঞ্চল তারা দখল করে নিয়েছে এবং কিছু এখনো দখল করেনি। তিনি (পুতিন) বলেন, এরপর তিনি থেমে যাবেন এবং যুদ্ধ স্থিতাবস্থায় চলবে না। এটি এমন এক ধরনের বিষয় যা হিটলার বলতেন। হিটলারের দিকে ইঙ্গিত করে জেলেনস্কি বলেন, ‘তিনি বলছিলেন, আমাকে চেক প্রজাতন্ত্রের একটি অংশ দিয়ে দাও, তাহলে যুদ্ধ শেষ হবে, কিন্তু তিনি কেবলই মিথ্যা বলছিলেন। কারণ, এর পর তিনি পোল্যান্ডের দাবি করে বলেছিলেন, আমাকে পোল্যান্ডের একটি অংশ দাও এবং এর পর তো পুরো ইউরোপই তার দখল চলে আসে। পুতিনকে হিটলারের সঙ্গে তুলনা করে ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন,