গাজার ৫০ হাজার শিশুর অপুষ্টির চিকিৎসা প্রয়োজন: জাতিসংঘ

প্রকাশিতঃ জুন ১৬, ২০২৪ | ৯:০৯ পূর্বাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

বিবৃতিতে ইউএনআরডব্লিউএ বলেছে, মানবিক সহায়তা প্রবেশে অব্যাহত বিধিনিষেধের কারণে গাজার বাসিন্দারা তীব্র ক্ষুধার মুখোমুখি হচ্ছে। ইউএনআরডব্লিউএ’র টিম ত্রাণ নিয়ে এসব পরিবারের কাছে পৌঁছানোর জন্য অক্লান্ত পরিশ্রম করে, কিন্তু পরিস্থিতি বিপর্যয়কর। এছাড়া ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার আলজাজিরাকে বলেছেন, জাতিসংঘের আবির্ভাবের পর যে কোনো যুদ্ধের চেয়ে এই যুদ্ধে বেশি ত্রাণকর্মী নিহত হয়েছে। এল্ডার বলেন, ‘বুধবার ইউনিসেফের একটি মিশন ছিল গাজায় ১০ হাজার শিশুর জন্য পুষ্টি ও চিকিৎসা সরবরাহভর্তি একটি ট্রাক নিয়ে যাওয়া। তাদের কাজ ছিল ত্রাণ দেয়া যা আগেই ইসরাইলি বাহিনীর কাছ থেকে অনুমোদন নেয়া ছিল।’ তিনি বলেন, ‘এ জন্য ১৩ ঘণ্টা সময় লেগেছে। আমরা তাদের আটটি চেকপয়েন্টে ‘‘এটি একটি ট্রাক নাকি একটি ভ্যান’’- এ নিয়েই তর্ক করেছি।’ তিনি আরও বলেন, ‘বাস্তবতা হলো ট্রাকটি গাজায় প্রবেশ করতে পারেনি। সেই ১০ হাজার শিশু সাহায্য পায়নি। আর দখলদার শক্তি হিসেবে ইসরাইল সে ত্রাণ সরবরাহের আইনি দায়িত্ব রয়েছে।’