মাঝেমধ্যে পেটে ব্যথা হতো কিশোর অঙ্কুলের। যন্ত্রণা কমাতে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হতো। ওষুধ খেয়ে কমেও যেত। তবে সম্প্রতি গলায় ব্যথা হলে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এক্স-রে করে দেখা যায় তার গলায় আটকে আছে একটি কয়েন। ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের। কিশোরটির পরিবার বলছে, সাত বছর আগে একটি কয়েন গিলে ফেলেছিল ওই কিশোর। এক রুপির কয়েনটি এমনভাবে গলায় আটকে ছিল যে, কোনো রকম খাবার খেতে অসুবিধা হতো না অঙ্কুলের। তাই তার গলায় যে কয়েন আটকে আছে তা বুঝতে পারেনি বাড়ির কেউ। অস্ত্রোপচার করে সেই কয়েন বের করা হয়। আনন্দবাজার।