তুরস্ক-সিরিয়ায় বিধ্বংসী ভূমিকম্পের ১২ দিন পর নিহতের সংখ্যা ৪৬ হাজার ছাড়িয়ে গেছে। আহত হয়েছেন লক্ষাধিক মানুষ। দেশ দুটিতে ৮৪ হাজারের বেশি ভবন হয় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর- আল-জাজিরা। ভূমিকম্পের ১২তম দিনে ধ্বংসস্তূপ থেকে ৪৫ বছর বয়সী এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো উদ্ধারকাজ চলছে। প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা। ভূমিকম্পে দুই দেশে সত্তর লাখের বেশি শিশু আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। ইউনিসেফের ধারণা, এরই মধ্যে কয়েক হাজার শিশু মারা গেছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। গত ৬ ফেব্রুয়ারি ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্র ছিল সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের গাজিয়ান্তেপ শহরের কাছে। পরে আরও কয়েক দফায় ভূমিকম্প অনুভূত হয়।