গ্রুপপর্বে চার ম্যাচের দুটিতে আগে ব্যাটিং করে ধুঁকেছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বিপক্ষে ১১৩ রান এবং নেপালের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা করে মোটে ১১৫ রান। যা একেবারেই টি-টোয়েন্টি সুলভ নয়। অবশেষে সুপার এইটে এসে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বড় রানের দেখা পেল দক্ষিণ আফ্রিকা। সুপার এইটের প্রথম ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ১৯৪ রান করেছে এইডেন মার্করামের দল। বুধবার অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে মুখােমুখি হয় যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ আফ্রিকা। ব্যাটিংয়ে নেমে শুরুটা একদমই সুখকর হয় প্রোটিয়াদের। ১৬ রানের মাথায় রিজা হেনড্রিক্সের উইকেট হারায় তারা। সেখান থেকে আর কোন সুযোগ তৈরি করতে পারেনি যুক্তরাষ্ট্র। মার্করামকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে ৬০ বলে ১১০ রানের জুটি গড়েন কুইন্টন ডি কক। যুক্তরাষ্ট্র দ্বিতীয় উইকেট তুলে ১৩ তম ওভারে এসে। ৫ ছক্কা এবং ৭ চারে ৪০ বলে ৭৪ রান করা ডি কককে ফেরান হারমিত সিং। পরের বলেই ডেভিড মিলারকেও ফেরান তিনি। শেষ ব্যাটসম্যান হিসেবে ৩২ বলে ৪৬ রান করে বিদায় নেন মার্করাম। প্রােটিয়াদের দলীয় সংগ্রহ তখন ৪ উইকেটে ১৪১ রান। এরপর ৩০ বলে ৫৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে বাকি ইনিংস টেনে নেন হেনরিখ ক্লাসেন এবং ট্রিস্টান স্টাবস। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেটে ১৯৪ রানে থামে দক্ষিণ আফ্রিকার ইনিংস। যুক্তরাষ্ট্রের হয়ে ২টি করে উইকেট নেন হারমিত সিং এবং সৌরভ নেত্রাভালকার। গ্রুপপর্বে কানাডার বিপক্ষে ১৯৪ রান তাড়া করে ৭ উইকেটে জয় পেয়েছিল যুক্তরাষ্ট্র। বড় রান তাড়া করে জেতার রেকর্ড আছে দলটির। এবার পাকিস্তানের পর দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আরো এক অঘটনের জন্ম দিতে পারবে কি যুক্তরাষ্ট্র?