অটোরিকশার ধাক্কায় সংসদ সদস্য কামরুল আরেফিন আহত

প্রকাশিতঃ জুন ২৫, ২০২৪ | ৬:০০ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য কামরুল আরেফিন সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আহত হয়েছেন। সোমবার রাত ৯টার দিকে জাতীয় সংসদ ভবনের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। তখন তিনি হেঁটে বাসায় ফিরছিলেন। সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান, সংসদ ভবনের বকুলতলা গেটের সামনে রাস্তা পার হচ্ছিলেন কামরুল আরেফিন। তখন অটোরিকশার ধাক্কায় ছিটকে পড়ে তার হাত, পাসহ শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়। তাকে উদ্ধার করে প্রথমে নেওয়া হয় সংসদের মেডিকেল সেন্টারে। সেখান থেকে মধ্যরাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আহত সংসদ সদস্যকে রাত পৌনে ১২টার দিকে হাসপাতালে আনা হয়। এখানে তার মাথার সিটিস্ক্যান, হাত-পায়ের এক্স-রে করানো হয়। তার ডান হাতের কনুইতে তিনটি সেলাই করতে হয়েছে। তবে সিটিস্ক্যান ও এক্স-রে রিপোর্ট ভালো ছিল। চিকিৎসা শেষে রাত সাড়ে ১২টার দিকে তিনি বাসায় ফিরে যান।