মাগুরায় ৩ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন।

প্রকাশিতঃ ফেব্রুয়ারী ১৯, ২০২৩ | ৫:১১ অপরাহ্ন
দিপল ঘোষ, জেলা প্রতিনিধি, মাগুরা, খুলনা

১৮ ফেব্রুয়ারি, ২০২৩ ইং তারিখ শনিবার মাগুরা জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান মিলনায়তন প্রাঙ্গনে ৩ দিনব্যাপী এক সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। মাগুরা জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব মোঃ আবু নাসের বেগ মহোদয়ের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ্যাড: সাইফুজ্জামান শিখর, মাননীয় সংসদ সদস্য, মাগুরা-১। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব পংকজ কুমার কুন্ডু, চেয়ারম্যান, জেলা পরিষদ, মাগুরা। আ ফ ম আব্দুল ফাত্তাহ, সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ, মাগুরা জেলা শাখা। জনাব মোঃ খুরশিদ হায়দার টুটুল, মেয়র, পৌরসভা, মাগুরা। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব এ্যাড: সাইফুজ্জামান শিখর বলেন যে, সুস্থ সংস্কৃতি চর্চা মানুষকে উদারতা শেখায়, সবার সাথে মিশতে শেখায়, সৃজনশীলতা তৈরি করে শিক্ষার্থীদের মাতিয়ে রাখে এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখার মত কাজে উজ্জীবিত করে। অনুষ্ঠানের সভাপতি জনাব মোহাম্মদ আবু নাছের বেগ বলেন যে, সুস্থ সাংস্কৃতিক চর্চার মাধ্যমে আলোকিত মানুষ গড়ে তোলা সম্ভব। সকল অপসংস্কৃতিকে প্রতিহত করার অন্যতম মাধ্যম হলো সুস্থ সাংস্কৃতিক চর্চা। একটি দেশের মূল চালিকাশক্তি হল তরুণ প্রজন্ম। অতএব দেশের তরুণ প্রজন্মকে সুস্থ সাংস্কৃতিক মূল ধারায় আনা প্রয়োজন। আর তারই ধারাবাহিকতায় মাগুরায় সাংস্কৃতিক চর্চা বিকাশে জেলা প্রশাসন, মাগুরা এমন আরও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করার ব্যাপারে বদ্ধপরিকর। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক মনোভাবাপন্ন ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের উপস্থিতিতে নানারকম সাংস্কৃতিক পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়।