নেত্রকোনার কেন্দুয়ায় উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতা কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজীব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক, কেন্দুয়া-আটপাড়ার সংসদ সদস্য অসীম কুমার উকিল। আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ উল্লেখ্য করে প্রধান অতিথি এমপি অসীম কুমার উকিল বলেন, পড়াশুনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শিশুদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পড়াশুনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম শিশুদের জীবন গঠনে সহযোগিতা করবে বলে তিনি মনে করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঁইয়া, জেলা পরিষদ সদস্য মোস্তাফিজ উর রহমান বিপুল, কেন্দুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন ভূঁইয়া, কেন্দুয়া প্রাথমিক শিক্ষা অফিসার মো. নূরুল ইসলাম, কেন্দুয়া প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ জামিরুল হক, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মো. জাকির আলম ভূঁইয়া এসময় উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লা আল ফারুক ছানা, দপ্তর সম্পাদক ও কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুন, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী লিটন, সাংবাদিক মো. মজিবুর রহমানসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধানগণ, সহকারি শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, অভিভাবকবৃন্দ ও কোমলমতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়