নাটোরে ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিতঃ ফেব্রুয়ারী ১৯, ২০২৩ | ৫:১৪ অপরাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

নাটোরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নাটোর সিভিল সার্জন অফিসের হলরুমে জেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক কর্মশালায় এ তথ্য জানানো হয়। এই কর্মশালায় সিভিল সার্জন ডাঃ রোজী আরা খাতুনের সভাপতিত্বে জাতীয় ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এসময় বাস্তবায়ন কৌশল নিয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন মো. ইনজামুল হক মেডিকেল অফিসার। কর্মশালায় জানানো হয়, আগামী ২০ ফেব্রুয়ারি নাটোর জেলার মোট দুই লাখ ৪৮ হাজার ৫৯৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৫ হাজার ৫৬২ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ২৩ হাজার ৩৩ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার সাত উপজেলার ৫২টি ইউনিয়নের ১ হাজার ৩৮৮টি কেন্দ্রে ২ হাজার ৭৭৬ জন স্বাস্থ্যকর্মী ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো কাজে নিয়োজিত থাকবেন।