শ্রীপুরে অতর্কিত হামলায় পল্লী বিদ্যুতের কর্মকর্তাসহ আহত ৩, গাড়ি ভাঙচুর!

প্রকাশিতঃ জুন ৩০, ২০২৪ | ৭:০২ অপরাহ্ন
মোঃ মেহেদি খান, উপজেলা প্রতিনিধি শ্রীপুর, মাগুরা

মাগুরার শ্রীপুরে পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজারসহ তিন জনকে পিটিয়ে আহত করা হয়েছে। ২৯ জুন শনিবার বিকেলে উপজেলার শ্রীকোল ইউনিয়নের শ্রীকোল গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, শ্রীপুর পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ. রাহাত (৩৭), পিকআপের ড্রাইভার মোশাররফ হোসেন (৩২) ও লাইনম্যান রানা মোল্যা (২৬)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে শ্রীপুর পল্লী বিদ্যুতের লাইনম্যান রানা মোল্যা নুরুল শেখের ছেলে সোহাগ শেখের ৭ মাসের বিদ্যুত বিল বকেয়া থাকায় বিদ্যুত সংযোগ কাঁটতে যান। তখন সোহাগ লাইনম্যান রানার উপর চড়াও হলে তিনি অফিসে ফিরে যান। এবং বিষয়টি শ্রীপুর পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ রাহাতকে জানান। বিষয়টি শোনার পর তিনি ওই লাইনম্যানকে নিয়ে শ্রীকোল গ্রামের সোহাগের বাড়িতে উপস্থিত হলে আকিদুল, আজাদুল, সুরমান, মামুন, আজাদ ও সোহাগ তাদের মারধর করে। এ সময় ডেপুটি জেনারেল ম্যানেজারের ব্যবহৃত গাড়িটিও ভাঙচুর করে। এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।