ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পাচ্ছে চঞ্চলের ‘পদাতিক’

প্রকাশিতঃ জুলাই ৩, ২০২৪ | ৮:০৬ পূর্বাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

২০২২ সালের ১৪ মে ভারতের কিংবদন্তি চলচ্চিত্রকার মৃণাল সেনের ৯৯ তম জন্মদিনে নতুন চলচ্চিত্রের ঘােষণা দেন পরিচালক সৃজিত মুখার্জি। মূলত মৃণালের জীবনী এবং জন্মশতবর্ষ সামনে রেখেই এই ঘোষণা দেন সৃজিত। এবার বহু অপেক্ষার পর পর্দায় মুক্তি পেতে যাচ্ছে আলােচিত ‘পদাতিক’ ছবি। যেখানে মৃণাল সেন চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। মঙ্গলবার সন্ধ্যায় এক ফেসুবক পোস্টে ছবিটি মুক্তির ঘোষণা দিয়েছেন নির্মাতা সৃজিত মুখার্জি। একইসঙ্গে অপর আরেক পোষ্টে বিষয়টি নিশ্চিত করেছেন চঞ্চল চৌধুরীও। ফেসবুকে চঞ্চল লিখেছেন, ‘অনেক অপেক্ষার পর আসছে “পদাতিক”।’ এই বায়োপিকে মৃণাল চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। মৃণালের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন টালিউডের জনপ্রিয় মুখ মনামী ঘোষ। এছাড়া অভিনয় করেছেন কোরাক সামন্থা, সম্রাট চক্রবর্তী এবং জিতু কমলসহ আরও অনেকে। এর আগে ১৪ মে পদাতিক সিনেমার ১ মিনিটি ৩৭ সেকেন্ডের ট্রিজার প্রকাশিত হয়। ২০২৩ সালে মৃণাল সেনের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে মুক্তি পাওয়ার কথা ছিল সৃজিতের এই ছবিটি। অবশেষে সে অপেক্ষা ঘুচলো। ১৯২৩ সালের ১৪ মে বাংলাদেশের ফরিদপুরে জন্মগ্রহণ করেন মৃণাল সেন। তিনি ছিলেন একাধারে চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার ও লেখক। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর মৃণাল সেন ৯৫ বছর বয়সে মারা যান। ‘ইন্টারভিউ’ (১৯৭১), ‘কলকাতা ৭১’ (১৯৭২) ‘পদাতিক’ (১৯৭৩), ‘এক দিন প্রতিদিন’ (১৯৭৯), ‘আকালের সন্ধানে’ ১৯৮০, ‘খারিজ’ (১৯৮২) তার উল্লেখযোগ্য ছবি।