কোটা আন্দোলনে শাহাবাগ ছারলেন শিক্ষার্থীরা, কাল আবারও সারাদেশে বিক্ষোভ

প্রকাশিতঃ জুলাই ১৩, ২০২৪ | ১২:০৫ অপরাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে এক দফা দাবি আদায়ে ধারাবাহিক বাংলা ব্লকেট। কর্মসূচী পালন করছে কোটা বিরোধী আন্দোলনকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং চাকরি প্রার্থীরা এদিকে ২০১৮ সালের যে পরিপত্র দেওয়া হয়েছিল হাইকোর্ট সেটি বাতিল করেছে। তারা এই আইনের প্রক্রিয়ায় হাইকোর্টের বারান্দায় যেতে চায় না বলে জানিয়েছেন। তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে। তারা এই কোটা সমস্যার স্থায়ী সমাধান চায়। আজ বৃহস্পতিবার শাহবাগ, ফার্মগেট, কাটাবন, মিন্টু রোড, মৎস্য ভবনসহ সারাদেশের বিভিন্ন স্থানে অবরোধ করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা। তারা আরো জানিয়েছেন আগামীকাল সারাদেশে বিক্ষোভ চলবে।