জনজীবন স্বাভাবিক হলে কারফিউ তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার রাতে ধানমন্ডিতে নিজ বাসভবনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানিয়েছেন। এদিকে, ঢাকাসহ সারা দেশে বহাল রয়েছে কারফিউ। আজ ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারফিউ আরও কয়েক দিন চলবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নাগরিকদের নিরাপত্তায় কাজ করছে। যত দিন না জনজীবন স্বাভাবিক হচ্ছে, তত দিন কারফিউ থাকবে। পরিবেশ-পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে কারফিউ তুলে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কোটা আন্দোলনের তিন সমন্বয়ককে তুলে নেওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিন সমন্বয়ক নিজেরা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। কারা যেন তাদের হুমকি দিয়েছিল। তাদের নিরাপত্তার জন্যই তাদের ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। কারা তাদের হুমকি দিয়েছে, সেসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। অন্যান্য জেলায় কারফিউ শিথিলের সময় : চট্টগ্রাম জেলা ও মেট্রোপলিটন এলাকায় আজ সকাল ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। এরপর ১৪ ঘণ্টা বিরতি দিয়ে রাত ৮টা থেকে ফের কারফিউ শুরু হবে। এছাড়া রাজশাহীতে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। খুলনা, শরীয়তপুর, পটুয়াখালী ও বরিশালে সকাল ৬টা থেকে রাত ৯টা, ময়মনসিংহে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা, গোপালগঞ্জে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা, রাজবাড়ীতে সকাল ৮টা থেকে রাত ৯টা, টাঙ্গাইলে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা, লক্ষ্মীপুরে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। এছাড়া চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ভোলায় সকাল ৬টা থেকে রাত ৯টা, নাটোরে সকাল ৬টা থেকে রাত ১০টা, জয়পুরহাটে সকাল ৬টা থেকে রাত ৮টা, হবিগঞ্জে সকাল ৬টা থেকে রাত ৮টা এবং রংপুর বিভাগের ৮টি জেলায় সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।