‘‌হাতে অস্ত্র থাকলেই মানুষকে গুলি করা যাবে না’

প্রকাশিতঃ জুলাই ২৮, ২০২৪ | ৫:৫৮ অপরাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

আজ ২৮ জুলাই রোজ রবিবার সকাল ১০টা থেকে ১১ট পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে মুখে কালো কাপড় বেঁধে একক প্রতিবাদ জানিয়েছেন। হানিফ বাংলাদেশী জানান, ছাত্ররা দীর্ঘ এক মাস কোটা সংস্কারের জন্য আন্দোলন করেছে। ছাত্রদের এই দাবিকে দেশবাসী সমর্থন দিয়েছে এমনকি সরকারও বলেছে ছাত্রদের এই আন্দোলন যৌক্তিক তাহলে কেন এক মাস ছাত্রদের সাথে বসে আলোচনা করে সমাধা করা হয়নি? আন্দোলন চলাকালিন সরকারের পক্ষ থেকে ছাত্রদের নানাভাবে কুটক্তি করা হয়ছে। যে কারণে আজ দেশের সর্বনাশ হয়েছে। দেশে অনেক প্রতিষ্ঠান জালিয়ে দেওয়া হয়ছে। অনেক ছাত্র-জনতা নিহত হয়েছে। হাজার হাজার মানুষ আহত হয়েছেন। এই ব্যর্থতার দায় সম্পূর্ণ সরকারের । সরকার জনগণের জান মালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার দায়ভার নিয়ে সরকারের পদত্যাগ করা উচিৎ। সারাদেশে হাজার হাজার মানুষের নামে মামলা দিয়ে এখন সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। সাধারণ মানুষকে হয়রানি বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন চলমান পরিচিতিতে দেশের মানুষ আজ আতঙ্কগ্রস্থ ও বাক্রুদ্ধ। হানিফ বাংলাদেশী আইনশৃখলা বাহিনিকে উদ্দেশে বলেন, হাতে অস্ত্র থাকলেই মানুষকে গুলি করা যাবেনা। মনে রাখতে হবে এই অস্ত্র জনগণের ট্যাক্সের টাকায় কেনা।