মুন্সীগঞ্জে পুরাতন ভাঙ্গা ইট দিয়ে চলছে নতুন রাস্তা নির্মাণ।

প্রকাশিতঃ জুলাই ২৯, ২০২৪ | ৭:৪৬ অপরাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

মুন্সীগঞ্জর লৌহজংয়ে পুরাতন ভাঙ্গা ইট দিয়ে একটি নতুন সড়ক নির্মাণ কাজ চলছে।আজ ২৯/০৭/২৪ তারিখে সরজমিনে গিয়ে দেখা যায়, ‌ উপজেলার খিদির পাড়া গাংচিল বাস স্ট্যান্ড হতে বড় মোকাম হাই স্কুল পর্যন্ত ৬৩০ মিটার দৈর্ঘ্য একটি সড়ক নির্মাণ কাজ চলছে।লৌহজং উপজেলা এলজিইডি এর অর্থায়নে ওই সড়কটি বাস্তবায়ন কাজ করছে মৃধা এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। সড়কটি কার্পেটিং করা হবে।  ইতিমধ্যে ইট সড়কে ফেলে ভাঙার কাজ করছে শ্রমিকরা। সড়কের অধিকাংশ স্থানে ইটা ফেলা হয়ে গেছে কিছু অংশ বাকি রয়েছে। কিন্তু সড়কের বেশ কিছু স্থান জুড়ে ভাঙ্গা পুরাতন একেবারে নিম্ন মানের ইট ব্যবহার করে সড়কটি তৈরি করা হচ্ছে।ওই সড়কটি দেখভালের দায়িত্বে থাকা ঠিকাদারের লোক আশরাফ হোসেন বলেন, আমরা এই এলাকায় বিগত ১০ দিন ধরে এই সড়কটি নির্মাণ কাজ করছি । সড়কটি কার্পেটিং করা হবে‌।  কার্পেটিং এর আগে রাস্তায় ইট সলিউশন করতেছি। খারাপ ইট ব্যবহারের বিষয়টি তিনি স্বীকার করে বলেন দুই তিন গাড়ি খারাপ ইট পরছে আর আসবেনা। ওই সড়কটি দেখ বালের দায়িত্বে কোন সরকারি কর্মকর্তা আছে জানতে চাইলে তিনি বলেন সরকারি লোক কেউ এই সড়কটি দেখবাল করতে এখনো আসে নাই।এ ব্যাপারে ওই সড়কের ঠিকাদার মোহাম্মদ আলম বলেন,  রাস্তাটির দৈর্ঘ্য ৬৩০ মিটার ওই রাস্তায় বরাদ্দ ৫৩ লক্ষ টাকা। রাস্তাটি ৪ বছর আগে বরাদ্দ দেওয়া হয় । বর্তমানে সকল ধরনের মালের দাম বেশি।  রাস্তাটি আমি মৃধা এন্টারপ্রাইজ নামের লাইসেন্সের মাধ্যমে বাস্তবায়ন করেছি। আমি শুনতে পেয়েছি দুই গাড়ি  নষ্ট ইট দিয়েছে  ইট বিক্রেতারা। আমি তাদের এ ধরনের ইট দিতে বারণ করে দিয়েছি।এ ব্যাপারে লৌহজং উপজেলা প্রকৌশলী শোয়াইব বিন আজাদ বলেন, আমরা এ ব্যাপারে খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।