শালিখা মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিতঃ ফেব্রুয়ারি ২১, ২০২৩ | ১০:২৮ অপরাহ্ণ
মোঃ কুতুবুল আলম শানু, শালিখা উপজেলা প্রতিনিধি, মাগুরা

মাগুরার শালিখায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২৩ উদযাপন উপলক্ষে সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ভাষা শহীদের স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়,সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরা৷ প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. কামাল হোসেন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,সহকারি কমিশনার ভূমি উম্মে তহমিনা মিতু,শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ বিসারুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা,মুক্তি যোদ্ধা কমান্ডার আবু বক্কর মাষ্টার৷ সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত,নৃত্য ও কবিতা আবৃত্তি করেন উপজেলার ৭টি ইউনিয়নের কিশোর কিশোরী ক্লাবের শিক্ষক ও শিক্ষার্থিবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা