পৌরসভার কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা খায়রুল ইসলাম নয়ন মিজি উপর হামলা

প্রকাশিতঃ অগাস্ট ১২, ২০২৪ | ১১:১৬ অপরাহ্ন
আলমগীর বাবু, চাঁদপুর জেলা প্রতিনিধি, চাঁদপুর

চাঁদপুর পৌরসভার ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি খায়রুল ইসলাম নয়ন মিজি গুরুতর হামলার স্বীকার হয়ে বর্তমানে মৃত্যুর সাথে লড়ছেন। জানাযায় যে, কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা খায়রুল ইসলাম নয়ন মিজি গতকাল ১২ আগস্ট সোমবার সকাল ১১টায় বাবুরহাট বাজারের মতলব রোডের মাথায় মরহুম আশেক আলী মালের ছেলে আঃ কাদের মাল ও তার অন্য ভাইদের সাথে দোকানের জায়গা নিয়ে সালেশি বৈঠক দরবার অনুষ্ঠিত হয়। কাউন্সিলর খায়রুল ইসলাম নয়ন মিজি উক্ত সালেশি বৈঠক দরবারে অংশগ্রহণ করেন এবং সমস্যা সমাধান করে বৈঠক থেকে উঠে মতলব রোডের মাথায় আসেন। তার সাথে ছিলেন বাবুরহাট বাজার ব্যবস্থাপনা কমিটির যুগ্মসম্পাদক মাসুদ পালোয়ান, সদস্য হাসান মাল, কাউসার মাল প্রমুখ। এ সময় হঠাৎ করে পিছন থেকে লাঠি দিয়ে মাথায় আঘাত করলে তিনি দূরে নিজকে বাঁচাতে চেষ্টা করে অবশেষে মাটিতেলুটিয়ে পরে যান। কাউন্সিলর খায়রুল ইসলাম নয়ন মিজি কে মারপিট করেন বিএনপি নেতা শাহআলম মজুমদারের ছেলে ছাত্রদল নেতা যাকে বাবু নামে বাবুরহাটে পরিচিত এবং বাবুর সাথে আরো ৪/৫ জন ছিলো। গুরুতর আহত অবস্থায নযন মিজিকে চিকিৎসার জন্য চাঁদপুর শহরে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠিয়ে দেওয়া হয়। জানাযায় নয়ন মিজির অবস্থা আসংখাজনক বলে জানা গেছে। এ ঘটনায় বাবুরহাট বাজার সহ এলাকাবাসীর মধ্যে ক্ষোব ও আত্মংক বিরাজ করছে।