ঢাকার বংশালে পাবলিক ল্যাবরেটরি স্কুলে শহীদ দিবস উদযাপিত

প্রকাশিতঃ ফেব্রুয়ারি ২৩, ২০২৩ | ৯:৩৫ পূর্বাহ্ণ
রুনা বেগম, বংশাল প্রতিনিধি, ঢাকা

ঢাকা বংশাল থানার পাবলিক ল্যাবরেটরি স্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কবিতা আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ফজলুল হক, বিশেষ অতিথি ছিলেন ডোনেট বাংলাদেশের উপ-সম্পাদক ও মায়ের আচল কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা, পাবলিক ল্যাবরেটরি স্কুলের পরিচালক মোঃ শফিকুল ইসলাম খান। এছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের পরিচালক, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। উক্ত অনুষ্ঠানে মাতৃভাষা বাংলার গুরুত্ব তুলে ধরা হয়।