আন্দোলনে নিহত ৪৪ পুলিশ কর্মকর্তার তালিকা প্রকাশ

প্রকাশিতঃ অগাস্ট ১৮, ২০২৪ | ৬:৫৪ অপরাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি থেকে সরকার পতন আন্দোলন এবং তার পরবর্তী সহিংসতার ঘটনায় নিহত ৪৪ পুলিশ কর্মকর্তার তালিকা প্রকাশ করা হয়েছে। রোববার পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগ থেকে এই তালিকা প্রকাশ করা হয়। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলনে গত ১৬ জুলাই থেকে ১১ আগস্টের মধ্যে জেলায় জেলায় সহিংসতায় মাত্র তিন সপ্তাহে কয়েকশ মানুষের প্রাণহানির তথ্য আসে। আগস্টের শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। ৫ আগস্ট আন্দোলনকারীদের ঢাকামুখী লং মার্চের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে চলে যান। এরপর সরকারবিহীন সাংবিধানিক সংকটের ৪ দিনে পুলিশসহ বহু মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে।