রাজশাহী এডভোকেট’স বার এসোসিয়েশন নির্বাচন-২০২৩ নির্বাচনে ভোট দিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফজলে হোসেন বাদশা। ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে বার ভবনে গিয়ে ভোট দেন এমপি বাদশা।ভোট প্রদান শেষে রাজশাহী এডভোকেট’স বার এসোসিয়েশন নির্বাচন ঘুরে দেখেন তিনি। এ সময় রাজশাহী এডভোকেট‘স বার এসোসিয়েশন নির্বাচন-২০২৩ এ সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত সভাপতি প্রার্থী এ্যাড. মোঃ ইব্রাহিম হোসেন ও সাধারণ সম্পাদক প্রার্থী এ্যাড. শাহজাহান সহ অন্যান্য প্রার্থী ও আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন।