হার্দিক-নাতাশার বিচ্ছেদের কারণ জানা গেল

প্রকাশিতঃ অগাস্ট ২৫, ২০২৪ | ৯:২৩ অপরাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

বিয়ের আগেই সন্তানের বাবা হন ভারতীয় তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। এরপর ২০২০ সালের মে মাসে সার্বিয়ান মডেল নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পান্ডিয়া। তাদের একটি পুত্রসন্তান রয়েছে। গত জুলাই মাসে এই তারকা জুটি সামাজিক যোগাযোগমাধ্যমে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। তাদের বিচ্ছেদের কারণ নিয়ে নেটিজেনরা কৌতূহল প্রকাশ করেছেন। অবশেষে জানা গেল কেন বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন। হার্দিক ও নাতাশার একটি ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে বিচ্ছেদের কারণ জানিয়েছে। হার্দিক নাকি মানুষ হিসেবে খুবই আত্মকেন্দ্রিক। নিজের কথা ছাড়া তিনি নাকি আর কিছুই ভাবতে পারেন না। বিষয়টি নিয়ে দীর্ঘদিন যন্ত্রণার মধ্য দিয়ে গেছেন নাতাশা। এমনকি হার্দিকের সঙ্গে সব কিছু মিটিয়ে নেওয়ারও চেষ্টা করেছেন। ক্রিকেট তারকার পছন্দ-অপছন্দের সঙ্গে মানিয়ে নেওয়ারও চেষ্টা করেছেন; কিন্তু শেষপর্যন্ত তিনি আর পেরে ওঠেননি। সেই সূত্রটি সংবাদমাধ্যমকে বলেছে, হার্দিক নিজেকে নিয়ে খুব ব্যস্ত থাকে। নিজেকে নিয়েই ওর জগৎ। নাতাশা আর সহ্য করতে পারেননি। ক্রমশ বুঝতে পেরেছেন মানুষ হিসেবে হার্দিক ও তার মধ্যে অনেকটা ফারাক রয়েছে। যদিও নাতাশা মানিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু একটা সময়ের পরে ওর অস্বস্তি হতে থাকে। এ সমস্যার কোনো শেষ ছিল না। খুব ক্লান্তিকর পরিস্থিতি। তাই বাধ্য হয়ে নাতাশা এ সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন। ওই ঘনিষ্ঠ সূত্র আরও জানিয়েছে- নাতাশা বহু চেষ্টা করেছেন; কিন্তু হার্দিকের মধ্যে কোনো পরিবর্তন না দেখে নিজের সিদ্ধান্তে অনড় থেকেছেন। নাতাশার জন্য এ সিদ্ধান্ত খুবই যন্ত্রণাদায়ক ছিল। এক দিনে এ সিদ্ধান্ত তিনি নেননি। ক্রমশ এই জায়গায় তিনি পৌঁছেছেন।