আট জেলায় ১১ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ-সদস্যসহ (এমপি) আওয়ামী লীগের ৭০২ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এদের মধ্যে সিলেটে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আইনমন্ত্রী আনিসুল হক, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীসহ আওয়ামী লীগের ২২১, মৌলভাবাজারের বড়লেখায় সাবেক পরিবেশ ও বনমন্ত্রী শাহাব উদ্দিনসহ ৮৫, দিনাজপুরে ৩১, রাজশাহীতে সাবেক সংসদ-সদস্য ওমর ফারুক চৌধুরীসহ ৬৫, চাঁদপুরের কচুয়ায় ১২০০, হবিগঞ্জের বানিয়াচংয়ে ১৫৯, সুনামগঞ্জের জামালগঞ্জে ১৬, কিশোরগঞ্জের ইটনায় ৩৮ ও কুমিল্লার চান্দিনায় ৪৯ নেতাকর্মী রয়েছে। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর- সিলেট ও গোলাপগঞ্জ : পৃথক দুই মামলায় আসামি করা হয়েছে ২২১ জনকে। প্রথম মামলাটিতে মহানগর কাজিটুলা এলাকার মাহবুব হোসাইন রোববার বাদী হয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীকে আসামি করে ৮৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০০-৩০০ জনকে আসামি করেন। নগরীর দরগাহ গেইট এলাকায় ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় বিস্ফোরক আইনে সিলেট অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে করা হয়েছে। মামলার উল্লেখযোগ্য আসামি হলেন, সাবেক প্রতিমন্ত্রী ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাবেক এমপি শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট চেম্বার অব কমার্সের সদ্য সাবেক সভাপতি তাহমিন আহমদ ও সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ। দ্বিতীয় মামলাটি করেন ৪ আগস্ট গুলিতে নিহত গোলাপগঞ্জ পৌর এলাকার বাসিন্দা গৌছ উদ্দিনের ভাতিজা রেজাউল করিম। মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামি করে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১৩৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়। বড়লেখা (মৌলভীবাজার) : বড়লেখায় সাবেক পরিবেশ ও বনমন্ত্রী শাহাব উদ্দিনসহ উপজেলা আওয়ামী লীগ-যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ৩৮ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। শুক্রবার রাতে বড়লেখা পৌর যুবদলের সহসাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম তাফাদার বাদী হয়ে মামলাটি করেন। মামলায় আরও ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। দিনাজপুর : জাতীয় সংসদের সাবেক হুইপ ইকবালুর রহিমসহ ৩১ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। রোববার রাতে দিনাজপুর কোতোয়ালি থানায় এ মামলা করেন নিহত রবিউল ইসলাম রাহুলের বড় ভাই মো. ফরিদুল ইসলাম। মামলায় ৩১ জন ছাড়াও অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৩ থেকে ৪শ জনকে। যাদের আসামি করা হয়েছে, তারা অধিকাংশই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। রাজশাহী : রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সাবেক সংসদ-সদস্য ওমর ফারুক চৌধুরীসহ নেতাকর্মীর বিরুদ্ধে গোদাগাড়ী থানায় দুটি মামলা করা হয়েছে। রোববার রাতে গোদাগাড়ী থানায় দুটি মামলা রেকর্ড হয়েছে। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান সাবেক এমপির বিরুদ্ধে দুই মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। প্রথম মামলাটি করেন গোদাগাড়ী উপজেলার ফরাদপুরের বিএনপি কর্মী আব্দুল হামিদ। মামলায় ওমর ফারুক চৌধুরী ছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪৩ জনের নাম ছাড়াও অজ্ঞাতনামা শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। দ্বিতীয় মামলাটির লস্করহাটি এলাকার তসিকুল ইসলাম নামের এক ব্যক্তি। নামীয় ২২ জন ও অজ্ঞাত ৫০ থেকে ৬০ জনকে আসামি করে করা মামলায় সাবেক সংসদ-সদস্য ওমর ফারুক চৌধুরীকে প্রধান আসামি করা হয়েছে। কচুয়া (চাঁদপুর) : কচুয়া থানার উপপরিদর্শক (এসআই) মামুনুর রশিদ সরকারকে হত্যা, থানার গাড়ি ভাঙচুর, অস্ত্র-গুলি ও মোবাইল ফোন লুট হওয়ার ঘটনায় অজ্ঞাতনামা ১২শ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। রোববার বিকালে কচুয়া থানার এসআই মো. দেলোয়ার হোসেন বাদী হয়ে থানায় এ মামলাটি করেন। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। বানিয়াচং (হবিগঞ্জ) : বানিয়াচংয়ে ৯ আন্দোলনকারী নিহত হওয়ার ঘটনায় ১৫৯ জন আওয়ামী লীগ নেতাকর্মীর সঙ্গে ২নং ইউনিয়ন কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য শহীদুল ইসলামকেও আসামি করা হয়েছে। যাত্রাপাশা গ্রামের নিহত হাসানের বাবা ছানু মিয়া বাদী হয়ে মামলা করলেও মুলত স্থানীয় বিএনপির নীতিনির্ধারকরাই আড়ালে থেকে আসামিদের নাম দিয়েছেন বলে সূত্র জানায়। জামালগঞ্জ (সুনামগঞ্জ) : জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জামালগঞ্জ উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান রেজাউল করিম শামীমকে প্রধান আসামি করে ১৬ জনের নাম উল্লেখও অজ্ঞাতনামা আরও ৭৬ জনকে আসামি করে জামালগঞ্জ থানায় মামলা হয়েছে। রোববার রাতে ছাত্র আন্দোলনের সমন্বয়ক শহিদুল ইসলাম বাদী হয়ে জামালগঞ্জ থানায় এ মামলাটি করেন। বগুড়া : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে এক শিক্ষক হত্যা মামলায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাদৎ আলম ঝুনুকে গ্রেফতার করা হয়েছে। ডিবি পুলিশ রোববার রাতে তাকে শহরের মালতিনগর ভাটকান্দি সড়কের বাসা থেকে গ্রেফতার করে। ডিবি ওসি মুস্তাফিজ হাসান এ তথ্য দিয়েছেন। সোমবার মামলার তদন্ত কর্মকর্তা শামীম রেজা জানান, তাকে ৩৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। কিশোরগঞ্জ ও ইটনা : ইটনায় সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি চৌধুরী কামরুল হাসানসহ ৩৮ জনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রাব্বানী জানান জয়সিদ্ধী ইউনিয়নের ওয়ারা গ্রামের হারুন মিয়া বাদী হয়ে এ মামলা করেন। চান্দিনা (কুমিল্লা) : লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদের গাড়িতে হামলা, হত্যাচেষ্টা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সাবেক সংসদ-সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তসহ ৪৯ জন আসামির নাম উল্লেখ ও ১৬০ জনকে অজ্ঞাতনামা হিসাবে আসামি করা হয়েছে। এলডিপির মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বাদী হয়ে চান্দিনা থানায় মামলাটি করেন।