পুলিশের ১৬৫ কর্মকর্তা একযোগে বদলি

প্রকাশিতঃ অগাস্ট ২৮, ২০২৪ | ৮:৪৮ পূর্বাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

পুলিশের ডিআইজি পদমর্যাদার ৮ কর্মকর্তাসহ ১৬৫ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। এদের মধ্যে ২৪ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) দেওয়া হয়েছে। এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ও সহকারী কমিশনার (এসি) পদমর্যাদার ৫১ কর্মকর্তাকে ঢাকার বাইরে বদলি করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তাদের অনেকেই প্রভাবশালী কর্মকর্তা হিসাবে পরিচিত ছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে এসব বদলির আদেশ দেওয়া হয়। এছাড়াও পুলিশের তিন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহাবুর রহমান শেখের সই করা এক প্রজ্ঞাপনে ডিআইজি পদমর্যাদার ওই ৮ কর্মকর্তাকে পদায়ন করা হয়। বদলি করা কর্মকর্তারা হলেন-অতিরিক্ত আইজিপি (সুপারনিউমারারি) ও ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার একেএম হাফিজ আক্তার শিল্পাঞ্চল পুলিশে, অতিরিক্ত আইজি (সুপারনিউমারারি) ও ডিএমপির অতিরিক্ত কমিশনার ড. খ. মহিদ উদ্দিনকে ট্যুরিস্ট পুলিশে, ডিএমপির অতিরিক্ত কমিশনার মুনিবুর রহমানকে এপিবিএন হেডকোয়ার্টার্সের ডিআইজি হিসাবে, সুপার নিউমারারি ডিআইজি ও ডিএমপির উপকমিশনার ফারুক আহমেদকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসাবে, ডিএমপির উপপুলিশ কমিশনার (সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. ইসরাইল হাওলাদারকে ডিএমপির অতিরিক্ত কমিশনার, ডিএমপির উপকমিশনার (সুপার নিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) খোন্দকার নজমুল হাসানকে ডিএমপির অতিরিক্ত কমিশনার, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. মাসুদ করিমকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এবং ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) হাসান মো. শওকত আলীকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসাবে বদলি করা হয়েছে। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত দুই প্রজ্ঞাপনে এসপি মর্যাদার ৪৮ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে ২৪ এসপিকে জেলা পুলিশের নেতৃত্ব থেকে সরিয়ে অন্য দায়িত্ব দেওয়া হয়েছে। আর বিভিন্ন দায়িত্বে থাকা ২৪ কর্মকর্তাকে পুলিশ সুপার করে পাঠানো হয়েছে বিভিন্ন জেলায়, যাদের ১৩ জনই সম্প্রতি এসপি হিসাবে পদোন্নতিপ্রাপ্ত। ২৪ জেলার এসপি হলেন যারা : রংপুর জেলার দায়িত্বে রংপুর পিটিসির মোহাম্মদ শরীফ উদ্দিন, পিবিআইয়ের মো. আবুল কালাম আযাদ গাজীপুরে, ডিএমপির মো. আসফিকুজ্জামান আকতারকে কুমিল্লায়, পুলিশ সদর দপ্তরের আহম্মদ মুঈনকে ঢাকায়, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির মো. ফারুক হোসেনকে সিরাজগঞ্জে, এটিইউয়ের রায়হান উদ্দিন খানকে চট্টগ্রামে, সিআইডির মো. বশির আহমেদকে মানিকগঞ্জে, নৌ পুলিশের মো. আজিজুল ইসলামকে ময়মনসিংহে, পুলিশ সদর দপ্তরের মো. মোশাররফ হোসেনকে গাইবান্ধায়, রাজশাহী সারদার মো. রেজাউল হক খানকে হবিগঞ্জ জেলায়, নোয়াখালী ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের মো. আনিসুজ্জামানকে রাজশাহী ও হাইওয়ে পুলিশের মুহাম্মদ শামসুল আলম সরকারকে মুন্সীগঞ্জ জেলায় নতুন এসপি হিসাবে দায়িত্ব দেওয়া হয়। এছাড়া পুলিশ সদর দপ্তরের মোহাম্মদ মাহবুবুর রহমানকে সিলেটে, ডিএমপির প্রত্যুষ কুমার মজুমদারকে নারায়ণগঞ্জে, সিআইডির মো. মারুফাত হুসাইনকে নাটোরে, নৌ পুলিশের মো. মোরতোজা আলী খানকে পাবনায়, রাজারবাগ পুলিশ টেলিকমের মো. আনোয়ার জাহিদকে পটুয়াখালীতে, ট্যুরিস্ট পুলিশের মো. তৌহিদুল আরিফকে বাগেরহাটে, রেলওয়ে পুলিশের মোহাম্মদ হাছান চৌধুরীকে কিশোরগঞ্জে, ট্যুরিস্ট পুলিশের মোহাম্মদ মনজুর মোরশেদকে ঝিনাইদহে, নৌ পুলিশের মিনা মাহমুদাকে মাগুরায়, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের মো. সাইফুল ইসলাম সানতুকে টাঙ্গাইলে, ডিএমপির মো. জিয়াউদ্দিন আহম্মেদকে যশোরে এবং হবিগঞ্জ ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের মো. আব্দুল হান্নানকে নরসিংদী জেলার নতুন এসপি হিসাবে দায়িত্ব দেওয়া হয়। অপরদিকে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ডিএমপির এডিসি ও এসি পদমর্যাদার ৫১ কর্মকর্তাসহ মোট ৫২ জনকে অপর এক বিজ্ঞপ্তিতে বদলি করা হয়েছে। অপরজন হলেন নারায়ণগঞ্জের সি-সার্কেলের এক এএসপি। প্রজ্ঞাপনে ৩৮ জন অতিরিক্ত পুলিশ সুপার ও বাকি ১৪ জন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে র‌্যাব, এপিবিএন, নৌ-পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে। আইজিপির আরেকটি আদেশে অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৫৭ জন কর্মকর্তাকে ডিএমপিতে পদায়ন করা হয়েছে। বাধ্যতামূলক অবসরে ৩ কর্মকর্তা : পুলিশের তিন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ ৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন-পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি কৃষ্ণ পদ রায়, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিআইজি) মোজাম্মেল হক ও খুলনা মেট্রোপলিটন পুলিশের (অতিরিক্ত পুলিশ কমিশনার) সরদার রকিবুল ইসলাম। সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাদের অবসর দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবেন।