শালিখায় ইসলামী আন্দোলনের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিতঃ ফেব্রুয়ারী ২৪, ২০২৩ | ৬:২০ অপরাহ্ন
মোঃ কুতুবুল আলম শানু, শালিখা উপজেলা প্রতিনিধি, মাগুরা

দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধগতি মূল্য বৃদ্ধির প্রতিবাদে ও পাঠ্যপুস্তক হতে ধর্ম ও জাতিসত্ত্বার বিরোধী বিতর্কিত বিষয় সমূহ বাতিল ও শিক্ষায় সর্বস্তরের ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করার দাবীতে প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন শালিখা উপজেলা শাখা।শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) বেলা ৪টায় উপজেলা সদর আড়পাড়া বাজারের এসমাবেশের আয়োজন করে।মীর আকবার আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আলহাজ্ব মুফতি মোস্তফা কামাল সভাপতি ইসলামী আন্দোলন মাগুরা জেলা শাখা।এছাড়াও আরো বক্তব্য রাখেন,মাওলানা হাসিবুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক মাগুরা জেলা শাখা,মাওলানা আবু হানিফ সাধারণ সম্পাদক ইসলামী ছাত্র আন্দোলন মাগুরা জেলা,মাওলানা নূরুল ইসলাম সদস্য শালিখা উপজেলা,মাওলানা আবু তালহা,মোঃ রবিউল ইসলাম সাধারণ সম্পাদক ইসলামী আন্দোলন শালিখা উপজেলা, মাওলানা আব্দুর রহমানসহ প্রমুখ।এসময় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুফতি মোস্তফা কামাল বলেন,মুসলিম অদ্ধুসিত বাংলাদেশে মানুষ বিশ্বাস করেনা তারা বানর হতেপারে কারন কোরআন ও নবীর সুন্নাহর বাইরে যাওয়ার সুযোগ নেই।কোরআন সুন্নাহর বাইরে গেলে মুসলমান থাকবেনা।চাল,ডাল,আটা,ময়দাসহ নিত্যপন্য দাম কোমাতে হবে।এদেশে একটি কল্যানকর রাষ্ট্রে পরিনিত করার জন্য চরমোনাই পীরসাহেব রাজনীতি করে।আমরা দেশের সার্থে মানবতার সার্থে রাজনীতি করি আমরা যা ওয়াদা করি তা পালন করার জন্য বদ্ধপরিকর।দেশের উন্নয়নে পীরসাহেব চরমোনাইয়ের বিকল্প নেই।