মুন্সীগঞ্জে হয়রানিমূলক মামলা বন্ধের দাবিতে ছাত্রদের বিক্ষোভ-মানববন্ধন।

প্রকাশিতঃ সেপ্টেম্বর ২, ২০২৪ | ৫:৩৬ অপরাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

মুন্সীগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা ও হত্যার ঘটনায় জড়িতদের শাস্তি পাশাপাশি নিরপরাধ মানুষের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা বন্ধের দাবিত মানববন্ধন করেছে ছাত্র-জনতা। সোমবার বেলা ১১টার দিকে টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৈষম্য বিরোধী আন্দোলন টঙ্গীবাড়ি উপজেলা ব্যানারে এতে অংশনেয় কয়েক শতাধিক শিক্ষার্থী।মানববন্ধনে বলা হয়, জেলায় বিভিন্ন মামলায় নিরপরাদ এবং আন্দোলনে আহত হয়েছে এমন মানুষকেও আসামী করা হয়েছে । ব্যাক্তি ও গোষ্ঠী স্বার্থে এমন কর্মকাণ্ডে প্রতিবাদ জানান ছাত্র-জনতা।মানববন্ধনকারীরা বলেন, হামলা হত্যার ঘটনায় তারা সুষ্ঠু বিচার চায়, জড়িতদের সর্বোচ্চ বিচার চান তারা। তবে নিরপরাদ অনেক মানুষকে মামলায় ফাঁসানো হচ্ছে, আন্দোলনে গিয়ে আহত-গুলিবৃদ্ধ, প্রত্যক্ষ- পরোক্ষভাবে সহযোগিতা করেছে ছাত্রদের এমন মানুষকে ও তাদের পরিবারকে মামলায় আসামী করা হচ্ছে। স্বার্থান্বেষী মহলের এমন কর্মকাণ্ডে ছাত্র-জনতার ভাবমূর্তি নষ্ট হচ্ছে। দলমত নয় যারা প্রকৃত দোষী তাদের বিচারের দাবি তাদের, পাশাপাশি নিরপরাধ মানুষের প্রতি অবিচার বন্ধ হউক।পরে একই দাবিতে কামারখাড়া বাজারে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।