মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে পরকিয়া সম্পর্ককে কেন্দ্র করে দুই পরিবারের মারামারি ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত হয়েছে।নাম প্রকাশ না করার শর্তে কতিপয় ব্যক্তি জানান, টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল বানারী ইউনিয়নের চরাঞ্চলের সাতকচর গ্রামের করিম মালের ছেলে মহসিন ও একই গ্রামের মোতালেব সরদারের মেয়ের দীর্ঘদিন ধরে পরকিয়া সম্পর্ক চলছিলো। এ নিয়ে মহসিন ও তার স্ত্রী’র মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে বিষয়টি মহসিন এর স্ত্রী তার শশুর করিম মাল এর কাছে জানায়।পরে বুধবার (৪ সেপ্টেম্বর) করিম মাল লোকজন নিয়ে মোতালেব সরদার এর বাড়িতে এসে হামলা করে। এ ঘটনায় মারামারিতে উভয় পক্ষের প্রায় ১০ জন আহত হয়। আহতদের মধ্যে মোতালেব সরদার এর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বুধবার রাতে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহতের লাশ আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৫ টার দিকে ময়নাতদন্ত শেষে তার গ্রামের বাড়িতে আনা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের লাশ দাফনের প্রক্রিয়া চলছে।এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানা ওসি তদন্ত শফিউদ্দিন বৃহস্পতিবার বিকালে বলেন,মারামারির ঘটনায় একজন নিহত হয়েছে। আমাদের মৌখিকভাবে অবহিত করেছে। এ ব্যাপারে এখনো কেউ অভিযোগ দায়ের করেনি।