একটি মহল বিএনপির সুনাম নষ্ট করার ষড়যন্ত্র করছে: শিমুল বিশ্বাস

প্রকাশিতঃ সেপ্টেম্বর ৮, ২০২৪ | ৯:২৮ পূর্বাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও শ্রমিক দলের প্রধান সমম্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, ‘পরাজিত শক্তি দেশে বিশৃঙ্খলা-নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে প্রতিবিপ্লব ঘটাতে চায়। একটি মহল দেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপির সুনাম নষ্ট করার ষড়যন্ত্র করছে। এ বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে।’ তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। যদি কেউ কোনো অপকর্ম করেন, জানমালের জন্য যদি কেউ হুমকি হয়ে দাঁড়ান, তাহলে তার ছাড় নেই সে যত বড় নেতাই হোন। শনিবার বিকালে দখল-চাঁদাবাজ-সন্ত্রাসের বিরুদ্ধে শিল্প কারখানায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে ঢাকা জেলা শ্রমিক দল আয়োজিত আশুলিয়ায় বাইপাইল মোড়ে এক শ্রমিক-কর্মচারী সমাবেশে তিনি এসব কথা বলেন। শিমুল বিশ্বাস বলেন, ‘অনেক চাঁদাবাজ এবং সন্ত্রাসী আবারও সক্রিয় হয়েছে। তারা বিভিন্ন জায়গায় বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করছে। পরক্ষণে দেখা যায় এরা বিএনপির কেউ নয়, ধরা পড়ার পর তদন্তে দেখা যায় যুবলীগ অথবা ছাত্রলীগ। যে কয়েকজন বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে এসব অভিযোগ এসেছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিএনপিতে কোনো চাঁদাবাজ এবং দখলবাজের স্থান নেই।’ তিনি বলেন, ‘শ্রমিক দলসহ বিএনপির সব নেতাকর্মীকে দখলবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বিশেষ করে পরিবহণ সেক্টর, বন্দর, গার্মেন্টস খাত, ওষুধ শিল্প, ব্যাংক সেক্টরসহ সব শিল্প কলকারখানায় যেন কেউ অরাজকতা না করতে পারে সেদিকে দৃষ্টি রাখতে হবে। বিএনপি জনমানুষের দল। তাদের নিরাপত্তা দেওয়া এবং তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।’ দীন ইসলামের সভাপতিত্বে শ্রমিকনেতা হোসেন আলীর সঞ্চালনায় এতে বক্তব্য দেন- সাবেক এমপি ডা. সালাউদ্দিন বাবু, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, শ্রমিক নেতা হুমায়ন কবির খান, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, শ্রমিক নেতা কফিল উদ্দিন, জামাল উদ্দিন, রেফাত উল্লাহ প্রমুখ।