নাটোরে নারী অধিকার ও অন্তর্ভূতমূলক সুশাসন শক্তিশালীকরণে তরুণ সমাজের (যুক্ত) প্রকল্প জেলার স্থানীয় কর্তৃপক্ষের সাথে উপজেলা নাগরিক সমাজ সংগঠনের ত্রৈ-মাসিক গনতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১০ সেপ্টেম্বর) দুপুরে নাটোর ভিক্টোরিয়া লাইব্রেরীর হলরুমে ডাসকো ফাউন্ডেশন আয়োজনে এ সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপ ভূমি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন- নাটোর সদর উপজেলা সহকারী ভূমি কমিশনার ও এক্সিকিউটভ ম্যাজিস্ট্রেট কৃষ্ণ চন্দ্র। বক্তারা বলেন, জমি ক্রয়ের পরই দ্রুত খারিজ করতে হবে। এতে রের্কড পূর্বের মালিকের নাম থাকে। জমি ক্রয়ের আগে জমির দলিল, রের্কড, খতিয়ান যাচাই অতি জরুরি। জমির খাজনা ও খারিজ বিষয়ে আলোচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন-দিঘাপতিয়া এম কে অনার্স কলেজের সাবেক অধ্যক্ষ মো. আব্দুর রাজ্জাক, দত্তপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেওয়ান আহমেদ আলী, ডাসকো ফাউন্ডেশন\'র ট্রেনিং এন্ড এ্যাডভোকেসি অফিসার মাকসুদা খানম, ফাউন্ডেশন\'র এফএফ সুনীল কুমার রায় প্রমুখ। সংলাপ উপজেলার সিএসও সদস্যদের ভূমি বিভিন্ন জরিপ সম্পর্কে আলোচনা করা হয়। এসময় শিক্ষার্থী ও সিএসও সদস্যরা ভূমির খারিজসহ নানা বিষয়ে প্রশ্নোত্তর পর্ব থেকে জ্ঞান ও ধারণা অর্জন করেন। সংলাপে বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষক-শিক্ষার্থী এবং গ্রাম, ইউনিয়ন, উপজেলা সিএসও সদস্যরা অংশগ্রহণ করেন।