শালিখায় ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রকাশিতঃ সেপ্টেম্বর ১৫, ২০২৪ | ৫:৪৭ অপরাহ্ন
মোঃ সাইফুল ইসলাম, ব্যুরো প্রধান, মাগুরা

মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠে ৮দলীয় সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শালিখা উপজেলা প্রশাসনের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় আড়পাড়া বাজার বণিক সমিতি ফুটবল একাদশ ও উপজেলা প্রশাসন ফুটবল একাদশ অংশ নেয়। খেলার প্রথমার্ধে সমতা থাকলেও দ্বিতীয়ার্ধে আড়পাড়া বাজার বণিক সমিতি ফুটবল একাদশের ইয়াসিনের গোলে এগিয়ে যায় আড়পাড়া বাজার বণিক সমিতি ফুটবল একাদশ পরে উপজেলা প্রশাসন একাদশের খেলোয়াড় ইমরানের গোলে খেলায় সমতা ফিরে আসে। খেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ পর্যন্ত ট্রাইব্রেকারে উপজেলা প্রশাসনকে ২-৪ গোলে হারিয়ে আড়পাড়া বাজার বণিক সমিতি ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শনিবার (১৪সেপ্টেম্বর) বিকালে অনুষ্ঠিত মনমুগ্ধকর সম্প্রীতির ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় শালিখা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি হরেকৃষ্ণ অধিকারী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ অহিদুল ইসলাম নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাগুরা, বিশেষ অতিথি ছিলেন মোঃ আব্দুল কাদের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাগুরা, মোঃ মাহাবুবুল হক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাগুরা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সি আনিচুর রহমান মিল্টন আহবায়ক শালিখা উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি, মোঃ মনিরুজ্জামান চকলেট সদস্য সচিব উপজেলা জাতীয়তাবাদী দল ও সাধারণ সম্পাদক উপজেলা ক্রীড়া সংস্থার, মোঃ আল মুর্তজা মোল্লা সহ-সভাপতি আড়পাড়া বাজার বণিক সমিতি, মোঃ মোতালেব হোসেন শিকদার, নয়নুজ্জামান মুন্সী সদস্য সচিব উপজেলা যুবদলসহ হাজার হাজার ফুটবল প্রেমী দর্শক ও সুধীজনেরা মনমুগ্ধকর ফুটবল খেলাটি উপভোগ করেন। খেলা শেষে সেরা খেলোয়াড়, ম্যান অফ দ্যা ম্যাচ, রানার্স আপ, চ্যাম্পিয়ন দল দলের মাঝে পুরস্কার দেওয়া হয়। খেলা পরিচালনা করেন মাগুরা থেকে আগত রেফারি কাজী ইমরুজ,সহযোগিতায় ছিলেন হাসানুজ্জামান তুষার,বাবুল আক্তার,তৈয়বুর রহমান। সম্প্রীতির ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ধারাভাষ্যে ছিলেন বাংলাদেশ বেতারের ক্রিড়া ধারাভাষ্যকর শম্ভু মিত্র।