সততা ও ন্যায্যতার ভিত্তিতে দায়িত্ব পালন করবো: জবির নতুন উপাচার্য

প্রকাশিতঃ সেপ্টেম্বর ১৯, ২০২৪ | ৮:৪৪ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

সততার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন দায়িত্ব পাওয়া উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। তিনি বলেন, বাংলাদেশকে স্বৈরাচারমুক্ত করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সারা দেশে সকল শহিদদের প্রতি আত্মার মাগফিরাত কামনা করছি। একইসঙ্গে অসংখ্য মানুষ আহত হয়েছেন তাদের আশু রোগমুক্তি কামনা করছি। তাদের অপরিসীম ত্যাগের বিনিময়ে আমরা আজ সত্যিকারের স্বাধীন। বৃহস্পতিবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এসব কথা বলেন। এসময় শুভাকাঙ্ক্ষীরা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের তাকে অভিনন্দন জানান। যারা দোয়া ও শুভকামনা জানিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে উপাচার্য বলেন, জবি থেকে উপাচার্য নিয়োগের জন্য যারা বিরামহীন প্রচেষ্টা চালিয়েছে তাদেরকেও অভিনন্দন। এছাড়া অন্তবর্তীকালীন সরকারের যারা আমার উপর আস্থা রেখে দায়িত্ব অর্পণ করেছেন সেই দায়িত্ব সততা,আন্তরিকতা ও ন্যায্যতার ভিত্তিতে পালন করবো। এসময় তিনি আল্লাহ কাছে সাহায্য কামনা করেন। পাশাপাশি সবার কাছে তার জন্য দোয়া করার অনুরোধ জানান।