পিএসজির সঙ্গে লিওনেল মেসির চুক্তি ঝুলে গেছে। দুই পক্ষ চুক্তির বিষয়ে সমঝোতায় আসতে পারছে না। ওদিকে মেসির এজেন্ট ও তার বাবা হোর্হে মেসি বলেছেন, লিও\'র বার্সায় ফেরার সম্ভাবনা নেই। তেমন কোন প্রস্তাব পাননি তারা।
পিএসজির সঙ্গে মেসির চুক্তি শেষ জুনে। শোনা যাচ্ছে, প্যারিসের ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়ন না করলে যুক্তরাষ্ট্রের মেজার লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে যেতে পারেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির কোচ ফিল নেভিল কয়েকদিন আগে বলেছিলেন, \'মেসির বিষয়টি ইন্টার মায়ামির চেয়ে বড় কিছু। এটা মেজর লিগের জন্য বড় ঘটনা। আমার মনে হয়, মেসি আসলে তা হবে যুক্তরাষ্ট্রের ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা চুক্তি।\'
নেভিল জানান, শুধু মেসি নয়, মায়ামি দলে ভেড়াতে চায় বার্সেলোনায় খেলা মেসির সাবেক সতীর্থ সার্জিও বুসকেটসকেও। \'দ্য টাইমস\'কে দেওয়া এক সাক্ষাৎকারে এই দুই ফুটবলারকে দলে ভেড়ানো প্রসঙ্গে নেভিল বলেছেন, \'মেসি ও বুসকেটসকে দলে ভেড়ানোর বিষয়ে আমাদের আগ্রহ নিয়ে আলোচনা শোনা যাচ্ছে চারপাশে। আমি অবশ্য সেটা অস্বীকার করব না, সেটাকে মিথ্যাও বলব না। আমরা বিশ্বের সেরা ফুটবলারদেরই দলে নিতে চাই। মেসি ও বুসকেটস—দুজনই সাম্প্রতিককালের অন্যতম সেরা দুই ফুটবলার। তারা দুজনই গ্রেট ফুটবলার, যারা এখনো এই ক্লাবের জন্য লাভজনক।\'
তিনি আরও বলেন, \'যখন থেকেই আমি মায়ামিতে যোগ দিয়েছি, বিশ্বের সেরা ফুটবলারদের সঙ্গেই আমরা যোগাযোগ করেছি। সার্জিও রামোস, দানি আলভেস, রবার্ট লেভান্ডোভস্কি, উইলিয়ান, ফাব্রিগাস, লুইস সুয়ারেজ—এদের সবাইকেই তো আপনারা মনে করতে পারেন।\'