খালেদা জিয়ার রাজনীতি করা নিয়ে সাংবাদিকরাই ধুম্রজাল সৃষ্টি করছেন: আইনমন্ত্রী

প্রকাশিতঃ ফেব্রুয়ারী ২৫, ২০২৩ | ৫:২৭ অপরাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনীতি করা না করা নিয়ে সাংবাদিকরাই ধুম্রজাল সৃষ্টি করছেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার জমশেরপুর উচ্চ বিদ্যালয় মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। আইনমন্ত্রী বলেন, ‘দুটি মামলায় দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়াকে তার ভাই শামিম ইস্কান্দারের আবেদনের প্রেক্ষিতে মুক্তি দেওয়া হয়েছিলো। আবেদনে তিনি জানিয়েছিলেন, খালেদা জিয়ার জীবন সংকটাপন্ন যে কোনো সময় বিপন্ন হতে পারে। তাই তার উন্নত চিকিৎসা প্রয়োজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুটি শর্তে তার দণ্ডাদেশ স্থগিত রেখে মানবিক কারণে মুক্তি দিয়েছেন। শর্ত দুটি হলো, তাকে বাসায় থেকে দেশে চিকিৎসা করতে হবে এবং বিদেশে যেতে পারবেন না। সেখানে তিনি রাজনীতি করতে পারবেন না এমন কোনো কথা বলা হয়নি।’ এর আগে আইনমন্ত্রী জমশেরপুর উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা দেন। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. নাছিরুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, আইন সচিব মো. গোলাম সারোয়ার, এই বিদ্যালয়ের ছাত্র সাবেক এমপি আলহাজ মো. শাহ আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. জয়নাল আবেদীন, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, কসবা পৌর মেয়র এমজি হাক্কানী সাবেক মেয়র এমরান উদ্দিন জুয়েল প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী আমজাদ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাহী অফিসার ড. শফিকুল ইসলাম।