নিজের মাথায় গুলি করে মার্কিন ধনকুবেরের আত্মহত্যা

প্রকাশিতঃ ফেব্রুয়ারী ২৫, ২০২৩ | ৮:০৮ অপরাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

নিজের অফিসে আত্মহত্যা করলেন মার্কিন ধনকুবের থমাস লি। অফিসের চেম্বারে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন তিনি। খবর নিউ ইয়র্ক পোস্ট ও ফক্স নিউজের। এ ঘটনার পরই পুলিশকে খবর দেওয়া হয়। সেখানে পৌঁছে থমাস লিয়ের রুমের তালা ভেঙে ভেতরে ঢোকে পুলিশ। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় নিজের চেয়ারে বসে থাকতে দেখা যায় মার্কিন এই ধনকুবেরকে। আত্মহত্যার ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকাল ১১টায় ম্যানহাটনের ৭৫৭ নম্বর ফিফথ অ্যাভিনিউতে। অন্যান্য দিনের মতো বৃহস্পতিবারও অফিসে গিয়ে রীতিমতো কাজ করতে থাকেন থমাস লি। কর্মীদের সঙ্গে কথাও বলেন তিনি। অফিসের কয়েকজন কর্মী জানিয়েছেন, তারা থমাস লিয়ের ব্যবহারে বা কথাবার্তায় কোনো অস্বাভাবিকতা দেখেননি। বেলা ১১টা নাগাদ নিজের চেম্বারে ঢুকে থমাস লি দরজা বন্ধ করে দেন। আচমকাই দপ্তরের কর্মীরা শোনেন গুলির আওয়াজ। প্রথমে জঙ্গি বা দুষ্কৃতিকারীর হামলা হয়েছে ভেবে আতঙ্কিত হয়ে অফিস ছেড়ে পালাতে শুরু করেন কর্মীরা। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ বাহিনী সেখানে গিয়ে গোটা অফিস ঘিরে ফেলে। হামলাকারীকে মাইকিং করে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। সেইসঙ্গে তারা অফিসের ভেতরে ঢোকে। ঢুকতেই দেখে থমাসের চেম্বার থেকে তাজা রক্ত বেরিয়ে আসছে। দরজা ভেঙে তারা দেখেন মার্কিন ধনকুবেরের মাথা টেবিলে হেলে পড়ে রয়েছে। বন্দুক পড়ে আছে মাটিতে। আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি। তদন্ত চলছে।