আত্রাই নদীতে বেড়েছে পানি কৃষকের কপালে চিন্তার ভাঁজ

প্রকাশিতঃ সেপ্টেম্বর ২৯, ২০২৪ | ৭:৩৩ অপরাহ্ণ
নাসির উদ্দিন, উপজেলা সংবাদদাতা, আত্রাই, নওগাঁ

নওগাঁর আত্রাইয়ে উজান থেকে নেমে আসা ঢলের পানিতে বেড়েছে নদীর পানি। আশ্বিনের টানা বৃষ্টি তে স্থবির হয়ে পড়া জনজীবনে স্বস্তি ফিরতে না ফিরতেই আত্রাই নদীর পানি বৃদ্ধি তে কৃষকের কপালে পড়েছে চিন্তার ভাঁজ । গত বুধবার সকাল থেকে শুক্রবার পর্যন্ত সকাল-সন্ধা বিরামহীন অঝোরে ঝরা বৃষ্টি থেমে যাবার পর জনমনে কিছুটা স্বস্তি ফিরলে ও শুক্রবার রাত থেকে আত্রাই নদীর পানি আব্যাহত ভাবে বৃদ্ধি পাওয়ায় কৃষকের কপালে এখন চিন্তার ভাঁজ ।বিপদ সীমার কিছুটা নিচে প্রবাহিত হচ্ছে পানি. বন্যার আশংকায় দিন নপাত করছে নদী পারের বাসিন্দারা।