চাঁদপুরে শাহররাস্তিতে সেনাবাহিনীর বন্যার্তদের মাঝে রবি শস্য বীজ ও নগদ অর্থ বিতরণ

প্রকাশিতঃ সেপ্টেম্বর ৩০, ২০২৪ | ৬:১১ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

শাহররাস্তিতে সেনাবাহিনী বন্যার্তদের মাঝে রবি শস্য বীজ ও নগদ অর্থ প্রদান করেছে। রবিবার দুপুরে চাঁদপুর সেনাক্যাম্পের আয়োজন ও তত্ত্বাবধানে শাহরাস্তি উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় সূচীপাড়া ডিগ্রী কলেজ মাঠে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, এবার চাঁদপুরের শাহরাস্তিতে দীর্ঘমেয়াদী বন্যায় বেশিরভাগ ফসলি জমিনের ফসল এবং বীজতলা নষ্ট হয়ে যায়। ওই হিসেবে চলমান বন্যা পরবর্তী পূণর্বাসন কর্মসূচির অধীনে চাঁদপুর আর্মি ক্যাম্প কর্তৃক কয়েকটি বন্যা দুর্গত অসহায় পরিবারের মাঝে কিছু সংখ্যক রবি শস্য বীজ ও প্রতিটি পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়। ওই হিসেবে শাহরাস্তি উপজেলার সূচীপাড়া ডিগ্রী কলেজ প্রাঙ্গণে ক্ষতিগ্রস্ত কিছু কৃষকদের মাঝে এ উপকরণ ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেজর মোঃ মোয়াজ্জেম হোসেন, পিএসসি, (ভারপ্রাপ্ত অধিনায়ক,২১ বীর)। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইয়াসির আরাফাত , উপজেলা কৃষি অফিসার আয়েশা আক্তার ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট সেনা সদস্য,সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া ও সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী হুমায়ুন কবির, নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২৪ আগষ্ট থেকে চাঁদপুর আর্মি ক্যাম্প শাহরাস্তি উপজেলায় বিপুল পরিমাণে ত্রাণ বিতরন কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে চাঁদপুর আর্মি ক্যাম্প এ জনপদের বন্যার্থদের মাঝে এই রবি শস্য বীজ ও নগদ অর্থ বিতরণ করল।এ কার্যক্রম সমগ্র জেলায় অব্যাহত থাকবে।