ময়মনসিংহের তারাকান্দায় প্রণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজন, প্রাণিসম্পদ ও
ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তরের অর্থায়নে গতকাল
শনিবার সকালে তারাকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আলোচনা সভা তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত
এর সভাপতিত্বে বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.ফজলুল
হক,তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়া সরকার, জেলা
পরিষদের সদস্য মেজবাহ উল আলম চৌধুরী রুবেল,তারাকান্দা উপজেলা পরিষদের ভাইস
চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, মহিলা ভাইস চেয়ারম্যান সালাম আক্তার
কাকন,বালিখাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম,কামারিয়া ইউনিয়ন
পরিষদের চেয়ারম্যান আজাহারুল ইসলাম সরকার প্রমূখ। মূখ্য আলোচক হিসেবে
বক্তব্য রাখেন প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মাহবুবুল আলম।
অনুষ্ঠানে তারাকান্দা উপজেলার ডেইরি খামারিদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা
হয়। জানা গেছে, স্মার্ট লাইভস্টক স্মার্ট বাংলাদেশ এ স্লোগানে দিন ব্যাপি এ
অনুষ্ঠান করা হয়।