নেত্রকোনার কেন্দুয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২০২৫ অর্থবছরে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় দুদিন ব্যাপী কৃষাণ কৃষাণী প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির শাকসবজির বীজ এবং দেশীয় ফল, ঔষধি ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন সুলতানা উপস্থিত থেকে প্রশিক্ষণে অংশ নেওয়া ৩০ জন প্রশিক্ষণার্থীর মাঝে এসব শাকসবজি বীজ ও গাছের চারা বিতরণ করেন। এ সময় উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা আতিকুর রহমান ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তারিক আজিজসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অপরদিকে একই দিন উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৪-২০২৫ অর্থবছরে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ৩০ জন প্রশিক্ষণার্থীর অংশ গ্রহণে দিনব্যাপী কৃষক গ্রুপের রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ শেষে তাদের মাঝেও সরিষা বীজ বিতরণ করা হয়।