মালয়েশিয়ায় রাসায়নিক কারখানা বিস্ফোরণে একই এলাকার দগ্ধ ৩ বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সাড়ে ১০টার দিকে মালয়েশিয়ার জহর রাজ্যে ইসকান্দার পুতেরের গেলান পাতার এসআইএলসি শিল্প এলাকায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দূতাবাস সূত্রে জানা যায়, হাসপাতালে চিকিৎসাধীন এ তিন প্রবাসী শুক্রবার সন্ধ্যা ৭টায় একজন, শনিবার রাত ৩টায় একজন ও রোববার বিকেলে আরেকজন মৃত্যুবরণ করেন। নিহতরা হলেন- মুন্সিগঞ্জ সদর উপজেলার রমজানবেগ গ্রামের রাজ্জাক ভূঁইয়ার ছেলে জব্বার আলী, একই গ্রামের আবুল কাশেমের ছেলে আবু তাহের ও ওই গ্রামের মইনুদ্দিনের ছেলে সালাম। তারা গত ৮ বছর ধরে একই কারখানায় কাজ করতেন। মালয়েশিয়া দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (শ্রম) জাহিদুর রহমান জাহিদ জানান, দুর্ঘটনার পরে দূতাবাসের নির্দেশক্রমে দ্রুত সেখানে পৌঁছে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে যত দ্রুত সম্ভব আইনি কার্যক্রম শেষ করে লাশ দেশে পাঠানো হবে। একই গ্রামে তিন প্রবাসীর দগ্ধ হয়ে মারা যাওয়ায় গ্রামবাসীর মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। ওই গ্রামে থাকা অন্যান্য প্রবাসীদের সতর্ক হয়ে কাজ করার অনুরোধ জানানো হয়েছে।